Arvind Kejriwal: আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতারির ছ'মাস পর, অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট
Continues below advertisement
আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতারির ছ'মাস পর, অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এই মামলায় ফের CBI-কে 'খাঁচাবন্দি তোতা' কটাক্ষে বিদ্ধ করল সর্বোচ্চ আদালত। বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া লিখিত নির্দেশনামায় উল্লেখ করেন, বেশিদিন আগের কথা নয়, যখন এই আদালত CBI-কে 'খাঁচাবন্দি তোতা'র সঙ্গে তুলনা করেছিল। CBI-কে এই ভাবমূর্তি থেকে বেরোতে হবে। কংগ্রেস নেতৃত্বাধীন UPA জমানায় সুপ্রিম কোর্ট CBI-কে খাঁচাবন্দি তোতা বলায়, তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি শিবির। কিনতু, শুক্রবার সর্বোচ্চ আদালতের মন্তব্য়ের পর প্রশ্ন উঠে গেল, তাহলে কি নরেন্দ্র মোদির আমলেও সিবিআই সেই খাঁচাবন্দি তোতা?
Continues below advertisement