PM Narendra Modi: 'উন্নয়ন ও সুশাসনের জয়', মহারাষ্ট্রে বিজেপির জয়ে আর কী বললেন মোদি?

Continues below advertisement

Assembly Election: বিধানসভা ভোটে (Maharashtra Assembly Election 2024) রের্কড সংখ্যক আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন মহাযুতি জোট (Mahayuti Alliance)। আর এই ফলাফল প্রকাশ পেতেই মহাযুতি জোটকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক এই জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi)।

শনিবার ফলাফল প্রকাশ পেতে দেখা যায় মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ২৩৬টি আসনে জয় হয়েছে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট। অন্যদিকে বিরোধী মহা বিকাশ আগাড়ি জোট পেয়েছে ৪৮টি আসনে। আর অন্যান্যরা পেয়েছে চারটি আসন।

ফলাফল প্রকাশের পরেই নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে মহারাষ্ট্রের মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে তাঁদের জোট রাজ্যের উন্নতির জন্য কাজ করবে।

তিনি টুইট করেন, "উন্নয়ন জয়ী হয়েছে। সুশাসন জয়ী হয়েছে। একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব। এই জয়ের জন্য মহারাষ্ট্রের বাসিন্দা আমার ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে এনডিএ-এর এই ঐতিহাসিক ফলাফলের জন্য রাজ্যের যুব সম্প্রদায় ও মহিলাদের অভিনন্দন। আমাদের জোটের প্রতি তাঁদের এই স্নেহ ও উষ্ণতা অতুলনীয়। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আরও কাজ করবে। জয় মহারাষ্ট্র।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram