Corona Virus: বছর শেষে ফিরেছে করোনা-আতঙ্ক, বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা
বছর শেষে ফিরেছে করোনা-আতঙ্ক। বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত দু’সপ্তাহে ১৬ জন করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ছ’শোরও বেশি মানুষ।শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘণ্টায় ৩০০ জন আক্রান্ত, ৩ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে আজ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৯। করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত হারে। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে গতকাল ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে করোনা মোকাবিলা নিয়ে বিভিন্ন আলোচনা হয়।