TMC News: ফিরহাদ কন্যার পর অতীন-কন্যা, ফের নিশানায় রাজন্যা
ABP Ananda LIVE: ফিরহাদ কন্যার পর অতীন-কন্যা। ফের নিশানায় রাজন্যা। 'AI ছবি ছড়িয়ে থাকলে তখন চুপ ছিলেন কেন? সাসপেন্ড করা হয়েছে বলে রাগ?' বললেন অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শনী ঘোষ।
'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে', রাজন্যাকে কটাক্ষ জুঁই বিশ্বাসের
রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট।ফেসবুক পোস্টে প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করে মন্তব্য জুঁই বিশ্বাসের 'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে'।'একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে'।'না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'।দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের।রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করেই ফেসবুক পোস্ট তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের। তিনি লিখেছেন, 'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের। তিনি আরও লিখেছেন, কোভিড বা কোনও natural calamity তে এদের মুখ কেউ দেখতে পায় না।শুধু personal agenda নিয়ে রাজনীতি করতে আসা।'