ATM Theft: রায়দিঘিতে ATM ভাঙার চেষ্টা, গ্রেফতার দুষ্কৃতী।Bangla News
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, আজ ভোরে রায়দিঘি বাজার এলাকায় একটি ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করে এক দুষ্কৃতী। আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন ওই দুষ্কৃতীকে। পরে রায়দিঘি থানার পুলিশ দুষ্কৃতীকে গ্রেফতার করে। ওই দুষ্কৃতী একাই ছিল, নাকি তার সঙ্গে আরও কেউ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Tags :
ATM ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Raidighi Ananda Live ATM Theft এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ATM ভাঙার চেষ্টা