Ayodhya Incident : নির্ভয়াকাণ্ডের ছায়া এবার অযোধ্যায়। দলিত তরুণীকে নির্যাতন। পাকড়াও ৩

নির্ভয়াকাণ্ডের ছায়া এবার অযোধ্যায়। দলিত তরুণীকে ধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে, হাত-পা ভেঙে, চোখ উপড়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। ২২ বছরের দলিত তরুণী বৃহস্পতিবার সন্ধেয় ভাগবত পাঠ শুনতে গিয়েছিলেন। রাত ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায়, পরিবারের লোকজন খুঁজতে বেরোন। পরের দিন গ্রামের অদূরে নালা থেকে উদ্ধার হয় তরুণীর হাত-পা বাঁধা বিবস্ত্র দেহ। সে দেহ ছিল ক্ষতবিক্ষত, ভয়াবহ। কিন্তু পুলিশের দাবি, ঘরে বোনের সঙ্গে ঘুমোচ্ছিলেন ওই তরুণী, আচমকা দেখা  যায় তিনি নিখোঁজ। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে। 

অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচা-আকচি। রবিবার সাংবাদিক বৈঠকে কেঁদে ভাসান সমাজবাদী পার্টির ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। তাঁর সংসদীয় এলাকায় পড়ে অযোধ্যা। বিচার না পেলে সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথাও বলেন অবধেশ। যোগী সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ। অযোধ্যা রাম জন্মভূমি বলে প্রসিদ্ধ। তাই শ্রীরাম ও সীতাদেবীকে নাম নিয়ে ওই  সমাজবাদী পার্টির নেতা বলেন,  কীভাবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হতে পারে? ইতিহাস কি বলবে? অন্যদিকে অবধেশ প্রসাদের এই কান্নাকাটিকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola