Ayodhya Ram Mandir: আজ থেকেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন-পর্বের সূচনা, শুরু পূজার্চনা-বিধি পালন
Continues below advertisement
আজ থেকেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন-পর্বের সূচনা হল। এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেল পূজার্চনা ও বিধি পালন। আজ সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে। আগামীকাল রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের করা হবে শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসবেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান। দেশজুড়ে আজ ২৬০০ জায়গায় হনুমান-পুজো করবে আম আদমি পার্টি।
Continues below advertisement