Ram Mandir: প্রতীক্ষার অবসান, ধর্মপথের রাস্তার দুধারে চলছে বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান
Ram Mandir Inauguration: ধর্মপথে বিভিন্ন জায়গায় অন্যান্য রাজ্যের অনুষ্ঠানগুলি হচ্ছে। ধর্মপথের রাস্তার দুধারে বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজ রামময় অযোধ্যা (Ayodhya)। প্রতীক্ষার অবসান। আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন(Ram Mandir Inauguration)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে নব নির্মিত রামলালার (Ram Lala)প্রাণপ্রতিষ্ঠা হবে। অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। ABP Ananda LIVE
Tags :
Ayodhya Ram Mandir Narendra Modi Ram Mandir News ABP Ananda LIVE PM Narendra Modi Narendra Modi Ayodhya Ram Mandir News Ram Mandir Ram Lalla Pran Pratishtha