Ayodhya Ram Mandir: নতুন বছরের প্রথম দিনেই রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড় | ABP Ananda LIVE

Continues below advertisement

Ayodhya: নতুন বছরের প্রথম দিনেই রাম জন্মভূমিতে (Ayodhya) পুণ্যার্থীদের ভিড়। সরযূর তীরে (Sarayu River)সন্ধ্যারতি। সোমবার থেকেই ঘরে ঘরে রাম মন্দিরের (Ram Mandir) প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বছরের প্রথম দিনে, প্রতিবারই রামলালার জন্য ৫৬ ভোগ পাঠানো হয় লখনউ-এর বিখ্য়াত দোকান মধুরিমা থেকে। সোমবারও তার অন্যথা হয়নি। এবারের অন্যতম আকর্ষণ সোনা ও রূপোর তবক দেওয়া মিষ্টি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram