Ayodhya Ram Mandir: ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা, অযোধ্যার প্রায় সব রাস্তাই অবরুদ্ধ
ABP Ananda LIVE: ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা, অযোধ্যার (Ayodhya) প্রায় সব রাস্তাই অবরুদ্ধ। কার্যত বন্ধ যান চলাচল। একটামাত্র দড়ি নিয়ে মন্দির চত্বরে জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। রাম পথ থেকেই ভিড় নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ধাপে ধাপে মন্দিরের (Ram Mandir) দিকে যেতে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের। গেট বন্ধ করে ভিড় সামাল দেওয়া হচ্ছে। নামানো হয়েছে আধা সেনা ও কমব্যাট ফোর্স। মন্দিরের মূল দরজার সামনে মোতায়েন করা হয়েছে অ্যান্টি টেররিস্ট ভেহিকল। ভক্তদের আজ অযোধ্যায় না আসার আবেদন জানিয়েছে বরাবাঁকি পুলিশ। এখনও রাম মন্দিরের গেটের সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড়, মুখে জয় শ্রীরাম স্লোগান। আজ থেকে ফের অযোধ্যায় ট্রেন চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসছেন রামলালার দর্শনে। রাত ৩টে থেকে মন্দিরের গেটে ভিড়। সকালে গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করেন দর্শনার্থীরা। ভিড় সামলানোর পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন।