Lata Mangeshkar Chowk: লতা মঙ্গেশকর চকে প্রয়াগরাজ থেকে এসেছে নৃত্য শিল্পীদের দল | ABP Ananda LIVE

Ayodhya Ram Mandir: লতা মঙ্গেশকর চকে (Lata Mangeshkar Chowk) বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নৃত্য শিল্পীরা। প্রয়াগরাজ (prayagraj) থেকে এসেছে এক নত্য শিল্পীদের দল। নিজস্ব ধারায় তাঁরা নাচ-গান করবেন। ধেদিয়া লোক নৃত্য। সারাদিন ধরে চলবে এই অনুষ্ঠান। প্রতীক্ষার অবসান। আজ অযোধ্যায় (Ayodhya)রাম মন্দিরের (Ram Mandir)উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)হাতে নব নির্মিত রামলালার (Ram Lala)প্রাণপ্রতিষ্ঠা হবে। অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণ। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। ষোড়শ উপাচারে হবে পুজো। ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola