Ayodhya Road Show: অযোধ্যায় পৌঁছলেন নরেন্দ্র মোদি, তাঁর রোড শো চলাকালীন কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি

Continues below advertisement

Ayodhya Narendra Modi Road Show: প্রধানমন্ত্রীর (Narendra Modi)  সফর উপলক্ষ্যে সেজে উঠেছে সরযূ পাড়ে রামের (Ayodhya) শহর। নির্ধারিত সময়ের আগেই আজ সকাল ৯টা ৫০-এ অযোধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। রাম জন্মভূমিতে আজ একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সকাল ১১টায় শুরু হয় ১৪ কিলোমিটার রোড শো। ধর্মপথ থেকে রামপথ রাস্তার দু’ধারে মানুষের ভিড়। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি হয়। হাত নেড়ে পাল্টা অভিবাদন জানান মোদি। রাস্তার ধারে তৈরি করা হয়েছিল ছোট ছোট মঞ্চ। সেখানে মন্ত্রোচ্চারণ, রামের ভজন গাওয়ার পাশাপাশি  লোকশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একলক্ষ গীতা বিলি করার কর্মসূচি নেওয়া হয়। অযোধ্যাজুড়ে শ্রীরাম ও মোদির বড় বড় কাটআউট। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাপ রাম জন্মভূমি। প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। ধর্মপথ হয়ে রামপথ ধরে রাম মন্দিরের মূল প্রবেশপথের সামনে দিয়ে গিয়ে হনুমানগড়ি ছুঁয়ে অযোধ্যা ধাম জংশন স্টেশনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো (PM Narendra Modi Road Show)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram