১৯৯২ সালের ৬ ডিসেম্বর, আদালতের স্থিতাবস্থার নির্দেশ অগ্রাহ্য করে ভাঙা হল মসজিদ , দেখে নেওয়া যাক এই বিতর্কের ইতিহাস
Continues below advertisement
জমি নিয়ে বিতর্ক শতাব্দীপ্রাচীন। বাবরি মসজিদ ধ্বংস মামলা চলছে প্রায় তিন দশক ধরে। আজ সেই মামলায় কী রায় দেবে সিবিআইয়ের বিশেষ আদালত? সেদিকে তাকিয়ে সারা দেশ। তার আগে দেখে নেওয়া যাক এই বিতর্কের ইতিহাস। অযোধ্যার বিতর্কিত জমি রামলালার বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মন্দিনের শিলান্যাসও করেছেন নরেন্দ্র মোদি। যদিও, রাম মন্দির মামলার রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট এও বলে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, মসজিদ ধ্বংসের ঘটনা গুরুতর আইনভঙ্গ। আদালতের স্থিতাবস্থার নির্দেশ অগ্রাহ্য করে মসজিদ ভাঙা হয়। বুধবার সেই মসজিদ ধ্বংসের মামলাতেই রায় ঘোষণা করবে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। নির্ধারিত হবে লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, উমা ভারতীদের ভাগ্য। এই মামলা প্রায় তিন দশক ধরে চলছে। তবে অযোধ্যার জমি ঘিরে বিবাদ কয়েক শতাব্দী পুরনো।
Continues below advertisement
Tags :
Babri Masjid History Babri Masjid Demolition Case Verdict Murli Manohar Joshi Abp Ananda Ayodhya Ram Mandir Babri Masjid LK Advani