Bangla News: গাড়ির হর্ন দিলেই বাজবে হারমোনিয়ামের মিঠে সুর বা তবলার বোল!

Continues below advertisement

এবার গাড়িতে হর্নের বিকট আওয়াজের বদলে বাজবে হারমোনিয়াম, তবলা। অভিনব এই ভাবনা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গডকরির। তিনি মহারাষ্ট্রের নাসিকে এক অনুষ্ঠানে জানান কেন্দ্রীয় সরকার এমন আইন আনার কথা ভাবছে যাতে গাড়িতে হর্নের বদলে হারমোনিয়ামের মিঠে শব্দ বা তবলার বোল শোনানো বাধ্যতামূলক করা যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram