Bangladesh : বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ! ৩ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল, বেছে বেছে সনাতনীদের বাদ!
ABP Ananda LIVE: ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলেই সরকারি চাকরিতেও বাদ! হিন্দু-সহ সংখ্যালঘু বলেই বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ! ৩ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি বদল, বেছে বেছে সনাতনীদের বাদ! বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়ে নতুন বিজ্ঞপ্তি, ১৬৮জন বাদ! ১৫ অক্টোবরের গেজেটে ২ হাজার ৬৪জনের নাম । ডিসেম্বরে নতুন করে ইউনূস সরকারের বিজ্ঞপ্তি, ১৬৮জন বাদ! হিন্দু-সহ সংখ্যালঘুদের বেছে বেছে ইউনূস সরকারের কোপ!
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।