Bangladesh: বাংলাদেশে আতঙ্কবাদীদের ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে,এখন এই পরিস্থিতি হবেই: ব্রিগেডিয়ার দাস
ABP Ananda Live: 'বাংলাদেশ আমাদের বন্ধু দেশ ছিল কিন্তু বাংলাদেশে এখন আতঙ্কবাদীদের ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে, আসামীদের সাজা কমিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশেই এখন তারা তুর্কি নাচন নাচাচ্ছে। বাংলাদেশের লোকেরা এখন ভারত, ত্রিপুরা, কলকাতা-দিল্লি দখল করবে বলেছিল তাঁদের এখন এইসবের সঙ্গে লড়াই করতে হবে এটাই বাস্তব', বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস।
ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কী বলছে বাংলাদেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।