Bangladesh News: বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন, গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর বাড়ি
Bangladesh: রাত পেরিয়ে সকালেও চলছে তাণ্ডব। শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে প্রায় ধ্বংসস্তূপ। চলছে বুলডোজারও। স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না, হুঁশিয়ারি মৌলবাদীদের। গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। রাজশাহি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আওয়ামি লিগ, শেখ হাসিনার নামের ফলক তোলা হল। চট্টগ্রামে ভাঙা হল বঙ্গবন্ধুর ম্যুরাল। ধ্বংস ইতিহাস, নষ্ট ঐতিহ্য। মৌলবাদীদের তাণ্ডব দেখেও নিশ্চুপ ইউনূস সরকার।
হাতে হাতকড়া, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে, দিল্লি এখনও নীরব
একদিকে দিল্লির বিধানসভা নির্বাচন। অন্য দিকে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুণ্যস্নান। বুধবার সেই নিয়ে যখন ব্যস্ত গোটা দেশ, তার মধ্যেই লজ্জার অধ্যায় রচিত হল। বেআইনি ভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে ভারতের মাটিতে অবতরণ করল আমেরিকার সেনার বিমান। পঞ্জাবের অমৃতসরে সেই বিমান নামলেও, তার ধারেকাছে ঘেঁষতে পারেনি সংবাদমাধ্যম। এমনকি বিমানবন্দর থেকে গাড়িতে চাপিয়ে ভারতীয়দের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। কিন্তু একটি রাত কাটতেই একে একে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরতে শুরু করলেন আমেরিকা ফেরত ভারতীয়রা। (Illegal Indian Migrants)