ABP News

Bangladesh News: ত্রিপুরার পর মালদা। BSF-কে লক্ষ্য করে বোমা,পাথর। ABP Ananda Live

Continues below advertisement

Bangladesh: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! সীমান্তের ওপার থেকে BSF-কে বোমা, পাথর! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা! সীমান্তের ওপার থেকে বোমা-পাথর, আহত ২ BSF জওয়ান । সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা । BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশিরা লাগাতার হিন্দুদের উপর হামলা, মৌলবাদীদের যুদ্ধের জিগির! । সীমান্তে ইউনূস সরকারের মহড়া, উস্কানির মধ্যেই আক্রান্ত ভারত!

 

অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত?

সবুত সংকেত এসেছে আগেই। এবার শুরু কার্যকর হওয়ার পালা। কবে আসছে অষ্ঠম বেতন কমিশন (8th Pay Commission)। এই নিয়ে কী বলছে সরকার । আপনার পদমর্যাদা অনুযায়ী বেতন (Salary Hike) বেড়ে কত হবে ? দেশের 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটি বড় খবর। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে 16 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, সরকার অষ্টম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দিয়েছে। সপ্তম বেতন কমিশনের সময়কাল 2026 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। কারণ এর সুপারিশগুলি 2016 সাল থেকে কার্যকর করা হয়েছিল। প্রতিটি বেতন কমিশনের সময়কাল 10 বছর, তাই এই সময় লাগবেই বেতন কমিসন কার্যকর করতে  ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram