Bangladesh News: 'মুখ্যমন্ত্রী গোটা রাজ্যকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছেন', কটাক্ষ সুকান্তর
Sukanta Majumdar: 'গোটা পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখান মহাানন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করছে', মন্তব্য সুকান্তর। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গল STF সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। ৫৮ বছরের এই জঙ্গি তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। হাতে লেখা নোটে কী ছিল? নাশকতামূলক কাজের নির্দেশ? নাকি কীভাবে গোটা পরিকল্পনা সাজানো হবে, তার ছক?