Bangladesh News: 'বাংলাদেশে যা হচ্ছে আমরা তার নিন্দা করছি', বলছেন কুণাল ঘোষ। ABP Ananda Live

Continues below advertisement

Kunal Ghosh: এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা । কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্থা। আবদুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি । অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

 

হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের, হিন্দুদের উপর লাগাতার হামলার মধ্যেই পাল্টা চাপ বৃদ্ধির কৌশল? গণবিদ্রোহের চাপে গত ৫ই অগাস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। আগেই হাসিনাকে ফেরত চেয়ে হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ। এর আগেও বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে সেখানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল। তবে কাগজ-কলমে আনুষ্ঠানিক ভাবে কিছু চাওয়া হয়নি। এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হুসেন আনুষ্ঠানিক ভাবে ভারতের বিদেশ মন্ত্রককে শেখ হাসিনাকে বাংলাদেশে তথা ঢাকাতে ফেরত পাঠানোর কথা বলেছেন। এখন এটাই দেখার যে ভারত সরকার কী বিবৃতি দেয় বা কী পদক্ষেপ গ্রহণ করে বা কী প্রতিক্রিয়া আসে। 'বাংলাদেশে যা হচ্ছে আমরা তার নিন্দা করছি', বলছেন কুণাল ঘোষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram