Bangladesh: শীর্ষেন্দু-অপর্ণা থেকে জয়-দেবশঙ্কর, ওপার বাংলায় অশান্তির তীব্র প্রতিবাদ এপারের বিশিষ্টদের| Bangla News

Continues below advertisement

দুর্গাপুজোর সময়, বাংলাদেশে যে অশান্তির ঘটনা ঘটেছে, তা নাড়া দিয়েছে এপার বাংলার মানুষকে। বিশেষ করে সেই মানুষগুলোকে, যাঁদের শিকড় রয়েছে ওপারে। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, তদন্তে যা উঠে এসেছে, তাতে এই অশান্তি একেবারে পরিকল্পিত বলেই তাঁদের ধারণা। এর সমালোচনায় সরব হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপর্ণা সেন, জয় গোস্বামী, দেবশঙ্কর হালদারের মতো বিশিষ্টরা। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছিলেন, "স্বাধীন বাংলাদেশে সেকুলার বাঙালি জাতির অস্তিত্বের রক্ষাকারী হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমি এই ধর্মনিরপেক্ষতার চারা বাংলাদেশের মাটিতে পুঁতে গেলাম। যদি কেউ এ চারা উৎপাটন করে, তাহলে বাঙালি জাতির স্বাধীন অস্তিত্বই সে বিপন্ন করবে।" বঙ্গবন্ধুর এই মন্তব্য আজকের দিনে যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই আবহেই বাংলাদেশের অশান্তি নিয়ে বিশ্বজুড়ে যেভাবে একযোগে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তাতে আশার আলো দেখছেন বিদ্বজ্জনরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram