Bangladesh Violence: সঙ্কটে সংখ্যালঘু, প্রাণ বাঁচিয়ে বাংলায় আশ্রয় বাংলাদেশের বাসিন্দার, 'হিন্দুদের ঘর জ্বালিয়ে..'

Continues below advertisement

Bangladesh Violence Minority Crisis: অগ্নিগর্ভ বাংলাদেশ। সঙ্কটে সংখ্যালঘু। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস কুমার মণ্ডল বলেছেন, 'হিন্দুদের মন্দিরে ভাঙছে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পুরো দেশে। এই ধরনের অত্যাচার। এগুলো ভাষায় বলে প্রকাশ করা যাবে না।এখন তো আমাদের ওখানে জানমাল নিয়ে বেঁচে থাকা একটা দায়। যেহেতু আমরা ওইদেশে আওয়ামি লিগের রাজনীতি করেছি, আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনও পরিস্থিতি নেই। এজন্য আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে।'   

হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর একের পর এক হামলার অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের একাধিক জায়গায় বাড়িঘর ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ চলেছে অবাধে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইস্কনের জগন্নাথ মন্দিরে। বাদ যায়নি ঢাকাও। সেখানও আক্রান্ত হয়েছে হিন্দুরা। যা নিয়ে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদল বৈঠকে বিষয়টি তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। 

সাড়ে তেরো শতাংশ থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র আট শতাংশে। হাসিনা দেশছাড়ার পর আওয়ামি লিগের নেতা কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে। অত্যাচার সহ্য করতে না পেরে, কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস মণ্ডল। ABP Ananda LIVE.
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram