Bangladesh Violence: ওপার বাংলার অশান্তি নিয়ে এপার বাংলায় চরমে তরজা| Bangla News

Continues below advertisement

ওপার বাংলার অশান্তি সাড়া ফেলেছে এপার বাংলার রাজনীতির পরিসরে। বাংলাদেশের অশান্তি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আটদিন পরও কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিক্রিয়া না দেওয়া নিয়ে খোঁচা দিয়েছে বিজেপিও। প্রসঙ্গত, পড়শি দেশের এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে ভারতেও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত ভাল। মাঝের এই আটদিনে বিভিন্ন বিষয়ে একাধিক ট্যুইট করলেও, বাংলাদেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি নরেন্দ্র মোদি। যা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি তৃণমূল।
পাল্টা বিজেপি আবার প্রশ্ন তুলছে, বাংলাদেশ আমাদের পড়শি....হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত হৃদ্যতা...তা সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায়ই বা প্রকাশ্যে বাংলাদেশের অশান্তি নিয়ে নীরব কেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram