Barrackpore Fire Update: ২৪ ঘণ্টা পরও আগুন নেভেনি নিউ ব্যারাকপুরে, নিখোঁজ ৪

Continues below advertisement

২৯ ঘণ্টা পরও নিউ ব্যারাকপুরের কারখানার আগুন এখনও পুরোপুরি নেভেনি।  আজ সকালেও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কারখানার নিখোঁজ চার শ্রমিকেরও এখনও হদিশ মেলেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা কারখানার ভিতরে গিয়ে শ্রমিকদের খোঁজ করবেন বলে সূত্রের খবর।  বুধবার রাত ৩টে নাগাদ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের তালবান্দা শিল্পতালুকের এই কারখানা ও গুদামে আগুন লাগে। তিনতলা বাড়িটির একদিকের অংশে গেঞ্জির কারখানা।অন্য একটি অংশে তিনতলা জুড়ে ছিল গুদাম। স্থানীয় সূত্রে খবর, গুদামে ওষুধ ছাড়াও স্যানিটাইজার, অ্যান্টিসেপটিক, ডায়পারের মতো দাহ্যবস্তু মজুত ছিল। তার থেকেই আগুন এতটা ভয়াবহ চেহারা নিয়েছে বলে মনে করছে দমকল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram