Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনের আগে শুরু হল নানারকম আচার-বিধি পালন। ABP Ananda Live

Continues below advertisement

Ram Mandir Pran Pratishtha: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার এক সপ্তাহ আগে, কাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে এলেন ভক্তরা। মন্দিরের একেবারে ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। রামলালাকে দেখতে সীতার দেশ নেপাল থেকে হাজির হয়েছেন বহু মানুষ। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram