তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন-পোষণের অভিযোগ বিজেপির, ময়ূরেশ্বরে বন্ধ ১০০ দিনের কাজ

Continues below advertisement
কোদাল, ঝুড়ি নিয়ে কাজ করতে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু কাজ না করেই ফিরে যেতে হল তাঁদের। তৃণমূল-বিজেপি বাদানুবাদে বীরভূমের ময়ূরেশ্বরে থমকে গেল ১০০ দিনের কাজ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ বিজেপির।
বৃহস্পতিবার সকালে ময়ূরেশ্বরের কালিকাপুর গ্রামে একটি পুকুর কাটার কাজ শুরু হয়। তালওয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে হচ্ছে এই কাজ। মাটি খোঁড়ার কাজ কিছুটা শুরু হতেই, সেখানে হাজির হন বিজেপির নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তি ছাড়াই কাজ শুরু করেছে পঞ্চায়েত। কাজ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ হচ্ছে। এরকম নানা অভিযোগে, কাজ বন্ধ করে দেন তাঁরা।
বিজেপি নেতা অর্জুন সাহার অভিযোগ, ‘বিজেপি কর্মীদের বাদ দিয়ে তৃণমূলের লোকজনদের কাজ দেওয়া হচ্ছে। কোনও বিজ্ঞপ্তি নেই, কাজের বোর্ড টানানো হয়নি। মাস্টার রোল ঘোষণা করা হয়নি। আগে সেই সমস্ত প্রকাশ্যে আনতে হবে। গ্রামের সবাইকে কাজ দিতে হবে।’
যদিও স্বজন পোষণের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা জগন্নাথ মণ্ডল দাবি করেছেন, ‘নিয়ম মেনেই কাজ হচ্ছে, সব দলের লোক কাজ করছে। কাল আমরা কাজের বিস্তারিত দিয়ে বোর্ড লাগাব, মাস্টার রোলও প্রকাশ করব।’
তৃণমূল নেতার এই প্রতিশ্রুতি তাদের পরিচালিত পঞ্চায়েত রক্ষা করবে কি না,  সেটা সময়ই বলবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram