সোয়েটারের মধ্যে চোরা পকেট তৈরি করে জাল নোট পাচারের চেষ্টা, শহিদ মিনারের কাছে থেকে গ্রেফতার ২
Continues below advertisement
অভিনব কায়দায় জাল নোট পাচারের চেষ্টা। কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে দাবি, সোয়েটারের মধ্যে চোরা পকেট তৈরি করে ওই জাল নোট পাচারের চেষ্টা হচ্ছিল। ময়দান থানা এলাকায় শহিদ মিনারের কাছে থেকে ২ পাচারকারী গ্রেফতার। এতদিন ব্যাগ, জুতো, এসবের মধ্যে ভরে জাল নোট পাচারের চেষ্টা হয়েছে। এবার অভিনব পদ্ধতি নিয়েছে পাচারকারীরা। শীতে সোয়েটার পরে থাকলে কেউ সন্দেহ করবে না। তাই সোয়েটারের মধ্যে গোপন পকেট তৈরি করে তাতে রাখা হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ওই জাল নোট। ২ পাচারকারীকে মঙ্গলবার সন্ধেয় শহিদ মিনারের কাছ থেকে ধরা হয়েছে। ধৃতদের নাম সেনাউল শেখ ও আক্রামুল। দুজনই মালদার কালিয়াচকের বাসিন্দা। তবে এসটিএফ এর অফিসারদের বিস্মিত করেছে জাল নোটের মান। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সবই ৫০০ টাকার জাল নোট। তবে খুঁটিয়ে পরীক্ষা না করলে ওই জাল নোটের সঙ্গে আসলের ফারাক ধরা শক্ত। ওই জাল নোট কোথা থেকে আনা হয়েছে? কোথায় পাচারের পরিকল্পনা ছিল? চক্রে আর কারা জড়িত? তা জানার চেষ্টা করছে পুলিশ।
Continues below advertisement