বাইপাসে দুই পুলিশকর্মীকে গাড়ির ধাক্কা, গ্রেফতার আরোহী দুই যুবক
Continues below advertisement
ই এম বাইপাসে দুই পুলিশকর্মীকে বেপরোয়া গাড়ির ধাক্কা। পরমা আইল্যান্ডের দিক থেকে একটি গাড়িকে দ্রুত গতিতে যেতে দেখে, উত্তর পঞ্চান্নগ্রামের পুলিশকর্মীদের খবর দেওয়া হয়। পুলিশকর্মীরা গার্ডরেল দিয়ে ব্যারিকেড করবার চেষ্টা করলে গাড়িটা প্রথমে পেছনে যেতে চেষ্টা করে এবং পরে তা সম্ভব নয় দেখে সোজা এগিয়ে যায় গার্ডরেলের দিকে। এই অবস্থায় গাড়িটি একজন কনস্টেবল এবং একজন গ্রিন পুলিশকে ধাক্কা মারে। এই সময়ে স্থানীয়রাই গাড়িটিকে ঘিরে ফেলেন। আরোহী দুই যুবককে গ্রেফতার করেছে তিলজলার পুলিশ।
Continues below advertisement
Tags :
Rush Driving Parama Island Tiljala Police Station Green Police ABP Live Arrest Constable Abp Ananda