করোনা: রাজ্যের চার জেলা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র,কিন্তু এরপরেও কী সতর্ক হয়েছে মানুষ?
Continues below advertisement
বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে যেখানে যেখানে সংক্রমণের সংখ্যা অত্যন্ত বেশি, সেই চারটি জেলাকে হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্র। আর নন হটস্পট হিসেবে চিহ্নিত ৮টি জেলা। কিন্তু, এরপরেও কী সতর্ক হয়েছে মানুষ? কী ছবি উঠে এল এবিপি আনন্দর ক্যামেরায়? দেখে নেওয়া যাক।
Continues below advertisement
Tags :
Hotspot Area COVID-19 Live COVID-29 Coronavirus Latest Update Abp Ananda Coronavirus Covid-19