৭টায় বাংলা (২) : পরীক্ষা বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, বনমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে শুরু রাজনৈতিক চাপানউতোর
Continues below advertisement
পরীক্ষা বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসির ৬ই জুলাইয়ের নির্দেশিকার বিরুদ্ধে চিঠি দেন তিনি। 'কলেজ-বিশ্ববিদ্যালয়ে আগের মূল্যায়নের ভিত্তিতেই নম্বর দেওয়ার পক্ষে রাজ্য', প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এদিকে নাম না করেই দলের বিরুদ্ধে সরব বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। "দক্ষ লোকের যথাযথ বিচার হয় না, যোগ্যতা থাকলেও অনেকে সুযোগ পান না। কাজ করতে চেয়েছিলাম, করতে দেওয়া হয়নি", জানান বনমন্ত্রী। "দলের আভ্যন্তরীণ বিষয় দলকেই জানানো উচিত, এভাবে প্রকাশ্যে বলা ঠিক নয়, এতে দল অস্বস্তিতে পড়তে পারে", রাজীবের বক্তব্য প্রসঙ্গে মন্তব্য অরূপ রায়ের। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বললেন, 'নামেই মন্ত্রী, আদতে কর্মীই হয়ে গিয়েছেন, ভালো কাজ করতে চাইলেও করতে পারছেন না।"
Continues below advertisement
Tags :
Exam Guidelines Arup Roy Rajiv Banerjee ABP Live UGC Dm Abp Ananda CM Mamata PM Modi BJP TMC Dilip Ghosh