৭টায় বাংলা (২) : দু'দিন ধরে ফ্ল্যাটে ফ্রিজারবন্দি বৃদ্ধের মৃতদেহ, বাস-দুর্ভোগ নিয়ে মামলা হাইকোর্টে
Continues below advertisement
আমহার্স্ট স্ট্রিটে করোনা নিশ্চিত না হওয়ায়, দু'দিন ধরে ফ্ল্যাটে ফ্রিজারবন্দি হয়ে পড়ে রইল বৃদ্ধের মৃতদেহ। ৪৮ ঘণ্টা পর সৎকারের জন্যে মৃতদেহ নিয়ে গেল কলকাতা পুরসভা। করোনা উপসর্গ থাকায় সোমবার বৃদ্ধের নমুনা পরীক্ষার এক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় বৃদ্ধের রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে, পরিবহণ-জট এবার হাইকোর্টে, মালিকদের বিরুদ্ধে মামলা আইনজীবীর।
Continues below advertisement
Tags :
Housing Society Corona Report Bidhan Chandra Roy Amherst Street PRIVATE BUS ABP Live Kolkata Municipal Corporation High Court Abp Ananda Kmc CPI(M) Coronavirus