৭টায় বাংলা (২) : সুশান্তের মৃত্যু তদন্তে রিয়াকে টানা জিজ্ঞাসাবাদ, বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া
সুশান্তের মৃত্যু তদন্তে সকাল পৌনে ১১টা থেকে রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি। বছরে রিয়ার আয় ১০ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে, আয়কর নথিতে এমনই উল্লেখ। সূত্রের খবর, রিয়ার খারের ফ্ল্যাটের দাম ৭৬ লক্ষ টাকা, যার উল্লেখই নেই আয়কর রিটার্নে। গ্যাস বটলিং সংস্থায় ঠিকা শ্রমিক নিয়োগ ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র খড়্গপুর। বিজেপি-তৃণমূলের সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত ভাটপাড়া।
Tags :
Gas Bottling IT Return ABP Live ED Bombing BhatPara Abp Ananda Kharagpur Rhea Chakraborty Sushant Singh Rajput TMC BJP