অর্জুনের কনভয় থেকে গ্রেফতার বিজেপি কর্মী, প্রতিবাদে বিক্ষোভ সাংসদের, কটাক্ষ তৃণমূলের
আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে ফেরার পথে অর্জুন সিংহের কনভয় থেকে গ্রেফতার এক বিজেপি কর্মী। প্রতিবাদে চিড়িয়ামোড়ে বিক্ষোভ দেখান সাংসদ। পুলিশ সূত্রে খবর, অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের।
Tags :
ABP News Live Bengali Chiriamore BJP MP Arjun Singh ABP Ananda LIVE BJP Worker ??? Arjun Singh Abp Ananda TMC BJP