করোনা নিয়ন্ত্রণে গোটা দেশে একটিমাত্র আইন প্রযোজ্য হতে পারে না, মন্তব্য শান্তনুর
আনলক-৪ শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। নির্দেশিকা জারি করল কেন্দ্র। "ঠিক যেভাবে ভারতের সমস্ত রাজ্যে করোনাচিত্রটা এক নয়, তেমনই একটি রাজ্যের সমস্ত জেলাতেও করোনাচিত্রটা এক নয়। করোনা নিয়ন্ত্রণের জন্যে গোটা ভারতবর্ষে একটিমাত্র আইন প্রযোজ্য হতে পারে না," মন্তব্য তৃণমূল সাংসদ শান্তনু সেনের।
Tags :
Open Air Theater Unlock Guidelines Unlock 4.0 Santanu Sen ABP Live Metro Services Cinema Hall Education School September Entertainment College Swimming Pool Sports Abp Ananda