আজ বাংলায় : ভাটপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৭০টি বোমা, বেলদায় করোনা আক্রান্তের ঠাঁই পোলট্রি ফার্মে
ভাটপাড়ায় ১৪ নাম্বার ওয়ার্ডের মানিকপীর এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৭০টি তাজা বোমা। এক দুষ্কৃতীকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। বেলদায় করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকের ঠাঁই হল পোলট্রি ফার্মে। ১৫ ঘণ্টা পর এল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। লস্কর-যোগের অভিযোগে গুজরাত পুলিশের হাতে গ্রেফতার বসিরহাটের যুবক।
Tags :
Disarming Bomb Bomb Squad Bombs Belda ABP Live COVID Lashkar-e-Taiba Ats Gujarat Basirhat BhatPara Abp Ananda