আজ বাংলায় : লকডাউনে শহরে ফিরে গাড়ি না পেয়ে দুর্ভোগে অসংখ্য মানুষ, ৮টি লোকাল চালিয়ে পরিস্থিতি সামাল রেলের

Continues below advertisement
সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনও রাজ্যজুড়ে অনিয়মের ছবি। কেউ বেরিয়ে পড়েছেন ঘুরতে, তো কেউ মাস্ক ছাড়াই রাস্তায়, কোথাও খোলা দোকানপাট তো কোথাও চলছে যানবাহন। কড়া হাতে লকডাউন নিয়ন্ত্রণ পুলিশের। লাঠি পেটানো থেকে ওঠবস, জরিমানা থেকে গ্রেফতার, চলল সবই। পাশাপাশি, পাহাড়েও চলল পুলিশের কড়া নজরদারি, লকডাউনের মেয়াদ বাড়ল আরও ৭ দিন। করোনা আক্রান্তদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চত্বর থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই বলে অভিযোগ রোগীর পরিজনদের। লকডাউনের শহরে ফিরে দুর্ভোগে অসংখ্য মানুষ। ১৫ থেকে ২০ হাজার টাকা অব্দি ট্যাক্সি ভাড়া চাইল চালকেরা। ৮টি লোকাল চালিয়ে পরিস্থিতি সামাল দিলো রেল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram