বাংলায় বিরোধীদের সঙ্গে সরকারের আচরণের প্রমাণ, দিলীপ ঘোষের উপর হামলার সমালোচনা অধীরের
রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে সরব হলেন অধীর চৌধুরী। তিনি বললেন, "আমার সঙ্গে বিজেপির আদর্শগত বিরোধ থাকলেও বিজেপি দলের রাজ্য সভাপতির ওপর হামলা বরদাস্ত করা যায় না। এটা বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। শাসকদল যে বিরোধীদের সঙ্গে কি ব্যবহার করছে আজকের ঘটনা তার প্রমাণ।"
Tags :
Attack On Dilip Ghosh ABP News Live Bengali Rajarhat ABP Ananda LIVE Adhir Chowdhury Abp Ananda Congress BJP TMC Dilip Ghosh