'আপনি নিজেই আপনার মস্তিষ্ককে কোয়ারেন্টিন করে দিন', ট্যুইটে রাজ্যপালকে কটাক্ষ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের
মহুমা মৈত্রর পর এবার অপরূপা পোদ্দার। করোনা আবহে রাজ্যপালকে ট্যুইটারে আক্রমণ হুগলির আরামবাগের তৃণমূল সাংসদের। ট্যুইটারে অপরূপা লিখেছেন,
প্রিয় রাজ্যপাল মহাশয়, আমরা বাংলার মানুষ চাই, আপনি ৭০ বছর বয়সে ভালো থাকুন, সুস্থ থাকুন! কিন্তু দিন দিন আপনি যেভাবে, অবসর জীবনে, শিশুসুলভ আচরণ করে চলেছেন এবং বিজেপির গেরুয়া ধব্জা নিয়ে ছোটাছুটি করে চলেছেন,মার্গ-দর্শকের ভূমিকায়, তা আমরা বুঝে গেছি। বিজেপি দলেও আজ, আপনার মতো বয়স্ক নেতার আর কোনও স্থান নেই, সেটা জেনেও। আপনার মস্তিষ্কের দ্রুত সুস্থতা কামনা করে পশ্চিমবাংলার আপামর মানুষ। আপনি নিজেই আপনার মস্তিষ্ককে কোয়ারেন্টিন করে দিন। আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি বাংলার আকাশ আর দূষিত করবেন না! বাংলার জল-বাংলার মাটি-বাংলার মানুষ-সর্বোপরি বাংলার মা-কে আপনার থেকে মুক্তি দিন, যাতে বাংলার মানুষ আপনাকে ক্ষমা করে।