বীরভূমের রামপুরহাটে উদ্ধার ট্র্যাক্টর ভর্তি বিস্ফোরক জিলেটিন স্টিক, ডিটোনেটর
Continues below advertisement
মুরারইয়ের পর এবার রামপুরহাট। ফের বীরভূমে উদ্ধার বিস্ফোরক। আজ সকালে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া গ্রামের কাছে ট্র্যাক্টর ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার হয়। ২৫ বস্তা জিলেটিন স্টিক ছাড়াও মেলে ২ হাজার পিস ডিটোনেটর। ট্র্যাক্টর ও একটি মোটরবাইক আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বিস্ফোরকগুলি নলহাটির লক্ষ্মীনারায়ণপুর থেকে আনা হয়। রামপুরহাট এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও বাইক ও ট্র্যাক্টর চালক পলাতক। এর আগে মুরারইতেও বিস্ফোরক উদ্ধার হয়।
Continues below advertisement
Tags :
Explosive Recovered ABP News Live Bengali Explosive Rampurhat ABP Ananda LIVE Abp Ananda Birbhum