বীরভূমে মোবাইল এবং ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়ার নামে এনআরসি-সিএএর তথ্য সংগ্রহের অভিযোগে বিক্ষোভ, আতঙ্ক কাটাতে মাইকে প্রচার প্রশাসনের

Continues below advertisement
বীরভূমে ক্রমেই ছড়াচ্ছে সিএএ-এনআরসি আতঙ্ক! মল্লারপুরের গৌরবাজারের পর এবার আম্বা ও মেহেদিপুর। মোবাইল এবং ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়ার নামে এনআরসি-সিএএর তথ্য সংগ্রহের অভিযোগে বিক্ষোভ। প্রশাসন সূত্রে খবর, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে মহিলাদের সড়গড় করতে ২০১৫ সালে ইন্টারনেট সাথী প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় বেসরকারি সংস্থাকে। প্রশিক্ষণের পর প্রশ্নমালা পূরণ করতে হয়। স্থানীয় সূত্রে দাবি, বাড়ি বাড়ি ঘুরে তারই প্রশিক্ষণ দিতেন আম্বা গ্রামের বাসিন্দা রিম্পি খাতুন। কিন্তু, সম্প্রতি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। এরপরই ওই মহিলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক ও বিডিও। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
একই ছবি মল্লারপুরের মেহেদিপুর গ্রামেও। সেখানেও এক ইন্টারনেট সাথীর বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই মহিলাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বুধবার একই কারণে মল্লারপুরের গৌরবাজার গ্রামে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করে পুলিশ। এবার উত্তেজনা ছড়াল পাশের আম্বা ও মেহেদিপুর গ্রামে। স্থানীয়দের সচেতন করতে গ্রামে গ্রামে মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram