দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ‘বুলবুল’-এর জন্য বিশেষ সতর্কতা
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব পড়ার আশঙ্কা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালিতে। আগাম সতর্ক প্রশাসন। সৈকতে সতর্কতা জারি। সমুদ্র সৈকতে ফেলা হচ্ছে পাথর। সমুদ্র তীরবর্তী কয়েকটি সেন্টারকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। গতকাল থেকেই দিঘা সহ অন্যান্য উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হচ্ছে