ধর্ষণের ঘটনা নিয়ে 'সালিশি সভা'! নিমতায় বিদায়ী কাউন্সিলরের অফিসে মারামারি
ধর্ষণের ঘটনা নিয়ে সালিশি সভা ডাকার অভিযোগ। নিমতায় বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অফিসে দুপক্ষের সংঘর্ষ। জখম হন বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, গত সপ্তাহে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার সেই ঘটনা নিয়ে উত্তর দমদম পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অফিসে সালিশি সভা ডাকা হয়। সেখানে অভিযোগকারিণী এবং অভিযুক্তর পক্ষ থেকে আসা লোকেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যদিও সালিশি সভা বসানোর কথা অস্বীকার করেছেন বিদায়ী কাউন্সিলর।