৬ কিমি যেতে অ্যাম্বুল্যান্স ভাড়া ৯০০০ টাকা! করোনা আক্রান্ত শিশুদের নামিয়ে দেওয়ার অভিযোগ চালকের বিরুদ্ধে
Continues below advertisement
৬ কিলোমিটার যেতে ৯ হাজার টাকা ভাড়া চাওয়ার অভিযোগ এক অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। পার্ক সার্কাস থেকে মেডিক্যাল যেতে ৯ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায়, করোনা আক্রান্ত দুই শিশুকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার অভিযোগ অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। দুই শিশুর একজনের বয়স ৯ মাস, অপরজন ৯ বছরের। ৯ মাসের শিশুটির ডেঙ্গির রিপোর্টও পজিটিভ। এহেন পরিস্থিতিতে চিকিৎসকরাই এগিয়ে এসে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
Continues below advertisement
Tags :
Corona Victim Calcutta Medical Ambulance Driver COVID Positive Ambulance ABP Live Abp Ananda Dengue