উমপুনের পর কালবৈশাখী, শ্রীরামপুরে হেলে পড়েছে জলের ট্যাঙ্ক, আতঙ্কে স্থানীয়রা, অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করেছে প্রশাসন
একে উমপুন, তার ওপর গতকালের কালবৈশাখী, দুইয়ের দাপটে শ্রীরামপুরে হেলে পড়েছে জলের ট্যাঙ্ক। আতঙ্কে স্থানীয়রা। তাঁদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করেছে প্রশাসন।
Tags :
Amphan Effect Serampore Water Tank DISTRICT NEWS Serampore ABP Live Amphan Effect Hooghly Abp Ananda