Ananda Live: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, ১৫২ বছর পর স্থগিত রাষ্ট্রদোহ আইন| Bangla News

Continues below advertisement

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। ১৫২ বছর পর আপাতত স্থগিত রাষ্ট্রদোহ আইন (Sedition Law)। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। 'কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদোহ আইনে কোনও মামলা নয়। মামলা রুজু থাকলেও কাউকে গ্রেফতার নয়। গ্রেফতার করতে পারবে না কেন্দ্র ও রাজ্য। জানাল দেশের সর্বোচ্চ আদালত।


অর্জুন সিংহ-কে নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে পাশাপাশি হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। এদিন ভাটপাড়ায় দেখা গেল এই ছবি। নতুন শিব মন্দিরের কলসযাত্রা উপলক্ষে গঙ্গার ঘাটে একসঙ্গে পুজো করেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এরপর কলসযাত্রায় পাশাপাশি হাঁটতে দেখা যায় অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে। এর পিছনে রাজনীতি নেই, দাবি বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়কের। 

অভিমুখ বদলে ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় 'অশনি'। উত্তর-পূর্ব অভিমুখে অন্ধ্র উপকূল বরাবর এগোচ্ছে অশনি। কাল সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়। আগামীকালও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram