Ananda Sakal (Seg 4): করোনার ঊর্ধ্বমুখী গ্রাফেও ফিরছে না হুঁশ, কলকাতার একাধিক বাজারে মাস্ক-হীন ব্যবসায়ীদের ভিড়| Bangla News

Continues below advertisement

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। করোনা-বিধি মানা হচ্ছে কিনা, সেবিষয়ে নজরদারির জন্য তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে আদালত। কমিটি যদি মনে করে, মেলায় নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, তা বন্ধ করতে হবে, তাহলে তারা রাজ্য সরকারকে সেই সংক্রান্ত রিপোর্ট দেবে।

করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। জলপাইগুড়ি সদর হাসপাতালের ডেপুটি সুপার ও ৫ নার্সিং স্টাফ করোনা পজিটিভ। আক্রান্ত উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিকও। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যালে পড়ুয়া ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ জনে।

কেউ বলছেন দোকানে ধূপ জ্বালাচ্ছিলাম। আবার কেউ বলছেন, পুজো করছিলাম। বাঘাযতীন বাজারে মাস্ক পরা নিয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের। বাজারে এসে আতঙ্কিত ক্রেতারা। একে ভিড়, তায় ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক নেই। সংক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram