আনন্দ সকাল (১): আজ কোজাগরী লক্ষ্মী পুজো, ঘরে ঘরে দেবীর আরাধনা, মা তারার আর্বিভাব দিবসে বিশেষ পুজো তারাপীঠেও
Continues below advertisement
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কীভাবে সুষ্ঠ ভোট হবে তা নিয়ে উদ্বিগ্ন বলেও দাবি করেছেন তিনি। রাজ্যপাল সংবিধানের সীমারেখা লঙ্ঘন করছেন, পাল্টা রাজ্যপালকে কটাক্ষ শাসকদলের। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। তবে তিথি অনুযায়ী এবছর শুক্র ও শনি দুই দিন ধরে পড়ছে লক্ষ্মী পুজো। আজ ৫টা ৪৬ মিনিট থেকে আগামীকাল রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি। তাই দু'দিন সন্ধ্যায় পুজোর বিধান রয়েছে। আর এই পুজো মানেই বাড়িতে নারকেল নাড়ু তৈরির তোড়জোড় । সাবেকি বাড়িগুলিতে হরেক রকম নারু তৈরির চল রয়েছে। নারকেলের দাম বাড়লেও সেই রীতি চলেছে পুরোনো মেজাজে।
Continues below advertisement
Tags :
Lakshmi PujaABP Ananda Maa Tara Coconut Laddu Tarapith Kali Temple Governor Of West Bengal Jagdeep Dhankhar ABP Ananda LIVE Tarapith Partha Chatterjee Birbhum