জাতীয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, রাস্তা অবরোধ, বাসে ভাঙচুর
মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। কিছুক্ষণের মধ্যেই ঔরাঙ্গাবাদ-সহ লাগোয়া এলাকা থেকে প্রচুর মানুষ এসে জড়ো হন জাতীয় সড়কের ওপর। জাতীয় সড়কের দুটি লেনেই বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এরপর হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় সরকারি বাসে ভাঙচুর। পরপর তিনটি বাসে ভাঙচুর চালানো হয়।
Tags :
Citizens Act 2019 CAB Protest CAB 2019 Citizens Ammendment Bill Citizens Ammendment Bill 2019 CAB Protest In Bengal Murshidabad Cab Abp Ananda