ভাটপাড়া-নৈহাটি সমবায় দুর্নীতিকাণ্ডে: পরিচালকমণ্ডলীর বৈঠকে প্রশ্নের মুখে অর্জুন
ভাটপাড়া-নৈহাটি সমবায় দুর্নীতিকাণ্ডে নতুন মোড়। বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে প্রশ্নের মুখে অর্জুন সিংহ। ২০১৮ সালে বৈঠক না ডেকেই ঋণ অনুমোদনের কারণ জানতে চাওয়া হয়েছে অর্জুন সিংহের থেকে। বৈঠকে শেষে অর্জুন সিংহের দাবি, নানাভাবে অপদস্থ করা হয়েছে তাঁকে।