Assembly Chaos: বিধানসভায় এমনটা হওয়া উচিত না, বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।Bangla News

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর চোখের ইশারায় রাজ্যপালকে হেনস্থা করেছে মহিলা তৃণমূল বিধায়করা। চন্দ্রিমা, শশী-সহ মহিলা তৃণমূল বিধায়করা হেনস্থা করেছে রাজ্যপালকে (Jagdeep Dhankhar)। রাজ্যপাল মানবেন কিনা জানি না, কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। যারা বাইরে ভোট লুঠ করেছে, সেই গুন্ডা বিধায়করা হেনস্থা করেছে’, বিধানসভায় রাজ্যপালের বাধা নিয়ে অভিযোগ বিরোধী দলনেতার (Suvendu Adhikari)। এই অভিযোগের পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, "কয়েক হাত দূরে বিরোধী দলনেতা বুঝে গেলেন শারীরিক হেনস্থা! হাস্যকর দাবি, আইনটা আমাদেরও জানা আছে, ওঁর থেকে বেশিই জানা আছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram